কাভার্ড ভ্যান থেকে রপ্তানির গার্মেন্টস পণ্য চুরির গডফাদারসহ গ্রেপ্তার ৪

ব্রাজিলে রপ্তানিকৃত গার্মেন্টস পণ্য চুরিসহ গত দেড় যুগ ধরে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির সময় প্রায়
সাতক্ষীরার তালা উপজেলার দুই ইউপি চেয়ারম্যানকে সাদা পোশাক পরিহিত ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এরা হলেন, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক ও ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে পরিষদ চলাকালীন সময়ে চেয়ারম্যানরা তাদের নিজ নিজ পরিষদ চত্বরে দাঁড়িয়ে ইউপি সদস্য ও জনসাধারণের সাথে কথা বলছিলেন। এসময় সাদা পোশাকধারী ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন সাদা রংয়ের মাইক্রোবাসে তাদেরকে তুলে নিয়ে চলে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইউনিয়নের একাধিক ইউপি সদস্য ও প্রত্যক্ষদর্শীরা ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, অধ্যাপক গোলাম ফারুক জামায়াত সমর্থিত এবং জাহাঙ্গীর আলম বিএনপি সমর্থিত চেয়ারম্যান।
তবে, ডিবি পুলিশের পক্ষ থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন বক্তব্য পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।