দোয়ারাবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় মহিলার মৃত্যু
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দিলারা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কান্দারপাড়া গ্রামে বিদ্যুৎপৃষ্টে দাদা-নাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন কান্দারপাড়া গ্রামের হাউজ মেটের বাসিন্দা মজিবুর রহমান (৬০) ও তার নাতি কাউসার আহমেদ (৩)।
জানা যায়, মজিবুর রহমান তার নাতি কাউসারকে নিয়ে সেচপাম্পে যান। এ সময় মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয় নাতি কাউসার। নাতিকে বাঁচাতে গিয়ে দাদাও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা দেবাশীষ রাজবংশী বলেন, দুজনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তারা মারা যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।