মাহফিলে প্রধান বক্তার বয়ানে বাধা, সভাপতি-আওয়ামী লীগ নেতাকে জুতা নিক্ষেপ

মানিকগঞ্জের সিংগাইরে চান্দহর প্রবাসী বন্ধুমহলের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে বাধা
রামুতে পাহাড় ধ্বসে ৩ নারী সহ একই পরিবারের ৪ জন নিহত হয়েছে। বুধবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লর্ট উখিয়ারঘোনা গ্রামের ঐতিহ্যবাহী লাওয়ে জাদি পাহাড়ের পূর্ব পার্শ্বে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন গ্রামের নজির আহমদের পুত্র আজিজুর রহমান (৫৫), তার স্ত্রী রহিমা খাতুন (৪০), পুত্রবধূ নাসিমা আক্তার (২৫), শাশুড়ি দিল ফুরুজ বেগম (৬৫)।
কাউয়ারখোপ ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ কায়েশ জানান, আজিজুর রহমানের পরিবার এসময় রাতের খাবার খাচ্ছিলেন। হঠাৎ করে পার্শ্বস্থ পাহাড় ধ্বসে রান্না ঘরে এসে পড়লে ঘটনাস্থলে তারা প্রাণ হারায়। পরে স্থানীয় জনতা এসে মৃত দেহ উদ্ধার করে রাত সাড়ে ৮টায় রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফার নেতৃত্বে প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।