কিউকম-সিজেএফবি আজীবন সম্মাননা পাচ্ছেন তারিক আনাম খান

কালচারাল জার্নালস্টিস ফোরাম অফ বাংলাদেশ-সিজেএফবি বরাবরের মত এবারও আয়োজন করতে যাচ্ছে সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড ২০২১।
স্পেনের সোরিয়া শর্ট ফিল্ম উৎসবের ১৮তম আসরে ইরানি নাটক ‘ডাবুর’ সেরা জুরি হিসেবে নির্বাচিত হয়েছে।
সাইদ নেজাতি রচিত এবং পরিচালিত প্রশংসিত চলচ্চিত্রটি মরিয়ম চরিত্রের এক নারীকে নিয়ে তৈরি করা হয়েছে। সে একটি ছোট্ট মেয়ে। তার বাবা-মার মাঝে বিরোধ দেখা দেয়। ফলে তার মা দূরে থাকে। এমন সময় তার পিরিয়ড শুরু হয়।
‘ডাবুর’ এর আগে ২০২০ ফজর ফিল্ম ফেস্টিভ্যাল সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে। চলচ্চিত্রটি সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি হিসেবে ক্রিস্টাল সিমোর্গ জিতেছে।
সোরিয়ায় গত সপ্তাহে সোরিয়া শর্ট ফিল্ম উৎসবের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সূত্র: তেহরান টাইমস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।