Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

| প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা : নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের ফকির চান্দুয়াইল গ্রামে প্রকৃত ঘটনাকে ধামাচাপা দিয়ে আইন অমান্য করে প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে জমি দখলের পাঁয়তারা করছে বলে লিখিত অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগে প্রকাশ, ফকির চান্দুয়াইল গ্রামের সহজ-সরল কৃষক শাহ আফাজ উদ্দিন স্বপনের পৈতৃক সূত্রে প্রাপ্ত জমির ওপর লোলুপ দৃষ্টি পড়ে একই গ্রামের প্রভাবশালী সাফায়েত ও মঞ্জু গংদের। তারা ওয়ারিশ সূত্র ধরে অবৈধ পন্থায় জমিতে অনুপ্রবেশ করে জবরদখল করতে গেলে এ নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারি হয়। এ নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা-মোকদ্দমা চলে আসছে। বিজ্ঞ আদালত শান্তি-শৃঙ্খলা রক্ষায় নালিশীভুক্ত জমিটি সহকারী কমিশনারকে (ভূমি) রিসিভারের দায়িত্ব প্রদান করেন। সম্প্রতি সাফায়েত ও মঞ্জু গংরা আইন অমান্য করে নালিশীভুক্ত জমিতে ফিশারি দেখিয়ে সেখানে স্বপন গংদের লোকজনের দ্বারা ফিশারি লুট ও পাহারাদারকে মারধরের অভিযোগ এনে কলমাকান্দা থানায় মিথ্যা মামলা দায়ের করে। এ ব্যাপারে স্থানীয় মেম্বার বাতেন মিয়ার সাথে কথা বললে তিনি জানান, এখানে কোনো ফিশারি নেই। আর গত ১৪ ডিসেম্বর সেখানে কোনো মামামারির ঘটনাও ঘটেনি। নাজিরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুছ বাবুল বলেন, এ ব্যাপারে বেশ কয়েকবার দরবার হয়েছে। সাফায়েত গংরা যে দাবি করছে, তা অযৌক্তিক। কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, গত ১৫ ডিসেম্বর ফিশারি লুটের একটি মামলা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা প্রমাণিত না হলে মামলাটি ফাইনাল দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ