বইমেলার কথকতা

অমর একুশে গ্রন্থমেলা। গ্রন্থমেলা বা বইমেলা নামে ব্যাপক পরিচিত। স্বাধীন বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী এই মেলা
প্রমত্তা পদ্মার বুকে অগাধ জলরাশিতে মিশে
কত গল্প,কত গান ঢেউয়ের পাতায় পাতায়
এপার-ওপার মানুষের কর্ণে বাজে কলকল স্রোতে
কত সবুজের হাসি ম্লান হয় চিকচিক বালুকাব্যে
কত কান্না,হাহাকার ঢেউয়ে ঢেউয়ে তীরে ভিড়ে
কত জীবনের গান ভাঙ্গা-গড়ার কলমে লিখে
প্রমত্তার পদ্মা যুগে যুগে তার জীবনের ডায়রিতে
প্রমত্তার পদ্মা, তোমার জীবন ডায়রিতে তুমি
আজ লিখতে চলেছ শতাব্দীর সেরা কালজয়ী
এক মহাকাব্য-ইট,বালু, সিমেন্ট-ইস্পাত দিয়ে
যার পর্বে পর্বে চরণে চরণে লাল সবুজের স্বপ্নএক বিজয়গাঁথার গল্প,এক দুঃসাহসিক বিজয়।
প্রমত্তা পদ্মা তোমার শতাব্দীর সেরা মহাকাব্যে
লিখে রেখ এক বৈশ্বিক বিস্ময় সংগ্রামীর নাম
যার চোখের অতলে তৈরি এপাড়-ওপার মেলবন্ধন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।