Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

রেফারিদের নির্বাচনে বিস্তর অভিযোগ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২৩, ১০:২৭ পিএম

দিনক্ষণ চুড়ান্ত। বাংলাদেশ ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের নির্বাচন আগামী ২৮ জানুয়ারি। তবে এই নির্বাচনকে ঘিরে রয়েছে বিস্তর অভিযোগ। অভিযোগে জানা যায়, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন বলে অর্থনৈতিক কারসাজিরতে সদস্যপদ স্থগিত করা হয় সাবেক সাধারণ সম্পাদক সাব্বির সালেকের। একই কারণ দেখিয়ে সাবেক কোষাধ্যক্ষ মোজাফফর হোসেনের সদস্য পদও স্থগিত করা হয়। যিনি বর্তমানে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এদিকে রেফারিজ অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক হাজী ওসমান গনির অনৈতিক কর্মকাণ্ডে প্রতিবাদ জানিয়ে আগেই সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ফিফা রেফারি নুরুজ্জামান ও মো. শামীম কবির। নিজের সদস্যপদ স্থগিতের বিষয়ে সাব্বির সালেক বলেন, ‘ হয়তোবা নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছিলাম বলে আমার পদ স্থগিত করেছে বর্তমান কমিটি। যদিও তারা মুখে স্বীকার করে হিসাবপত্রে কোন গন্ডগোল নেই। তারপরেও আমার বিরুদ্ধে অর্থ সংক্রান্ত জটিলতার প্রশ্ন তোলা হয়েছে। আমার মনে হয়, হিসাবের সব কাগজপত্র তারাই হাওয়া করে দিয়েছে। কারণ হিসাবের খাতা ও কাগজপত্র যে আলমারিতে রাখা হয় সেটাই তারা বিক্রি করে দিয়েছে। এটা আমার বিরুদ্ধে পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র।’

অভিযোগের বিষয়ে ওসমান গনি বলেন, ‘অ্যাডহক কমিটির আহ্বায়ক ইব্রাহিম নেছার আমাদের সব বুঝিয়ে দিয়েছেন।’ সাব্বিরের বক্তব্য নিয়ে গনির কথা, ‘আলমারি পুরনো হয়েছে, তাই আমরা সেটা পরিবর্তন করেছি। এরপরও যদি কারো কোন অভিযোগ থাকে, তাহলে তাকে সামনে নিয়ে আসেন।’

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ