আজ ৮ ঘণ্টা নরসিংদী গ্যাস থাকছে না
গ্যাস পাইপ লাইনের জরুরি টাই-ইন কাজের জন তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন এর অধীনস্থ নরসিংদী জেলার বিভিন্ন এলাকায় আজ বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে
রাজধানীর শ্যামপুরে গতকাল মঙ্গলবার ট্রাকচাপায় সুলতান (৫৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এছাড়া হাতিরঝিল লেক থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির (৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল ভোরে শ্যামপুরের সকালে পোস্তগোলার শ্মশান ঘাট ট্রাক চাপায় মারা যান সুলতান। তিনি পোস্তগোলা এলাকায় একটি দোকানে দিনমজুর হিসেবে কাজ করতেন। তার বাড়ি জামালপুরের সরিষাবাড়ী এলাকায়।এদিকে গতকাল সকালে মগবাজার পাগলা মাজারের বিপরীত পাশে হাতিরঝিল থেকে অজ্ঞাতপরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ওই ব্যক্তির পরনে ছিল শুধু ট্রাউজার। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।
##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।