Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বেন স্টোকস আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২৩, ১০:৩২ এএম

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংলিশ তারকা বেন স্টোকস। তাবড় তাবড় সব ক্রিকেটারদের পেছনে ফেলে ২০২২ সালের সেরার খেতাব জিতে নিয়েছেন ইংল্যান্ডের লাল বলের এই অধিনায়ক।

পুরস্কার জেতার লড়াইয়ে ছিলেন জনি বেয়ারস্টো, উসমান খাওয়াজা এবং কাগিসো রাবাদার মতো ক্রিকেটাররা।

গেল বছরে ১৫টি টেস্ট ম্যাচ খেলেছেন স্টোকস। যেখানে ব্যাট হাতে ৮৭০ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ২৬টি উইকেট। চার হাফ সেঞ্চুরির পাশাপাশি দুটি সেঞ্চুরিও করেছিলেন এই অলরাউন্ডার। বল হাতে স্টোকসের গড় ছিল মাত্র ৩১.১৯। নেতৃত্বের দিক থেকেও ছিলেন অনন্য। নতুন কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে রসায়ন জমিয়ে ইংলিশ দলকে দিয়েছেন বদলে।

গেল বছরে জনি বেয়ারস্টো টেস্ট ফরম্যাটে ১০ ম্যাচে ১০৬১ রান করেন। যেখানে তার গড় ছিল ৬৬.৩১ এবং স্ট্রাইক রেট ছিল ৭৬। মোট ছয়টি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি ছিল তার। এছাড়া উসমান খাওয়াজা ১১ ম্যাচে ১০৮০ রান করেছেন। গড় ৬৭.৫০। সেঞ্চুরি ছিল চারটি এবং হাফ সেঞ্চুরি পাঁচটি।
গত বছর টেস্ট ক্রিকেটে কাগিসো রাবাদা ৯ ম্যাচে নিয়েছিলেন ৪৭ উইকেট। এর মধ্যে পাঁচ উইকেট পেয়েছেন দুইবার করে। স্ট্রাইক রেট ছিল ৩৪.১।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ