Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

দুস্থদের মাঝে মনজুর আলমের বস্ত্র খাদ্য ও অর্থ বিতরণ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২৩, ৮:২৪ পিএম

সাবেক সিটি মেয়র মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা এম. মনজুর আলমের পিতা আবদুল হাকিম মাইজভান্ডারীর (র.) বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে বাদে জুমা এইচএম ভবন মিলনায়তনে এতিম, প্রতিবন্ধী ও দুস্থ নরনারীদের মাঝে বস্ত্র, খাদ্য ও অর্থবিতরণ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন এম মনজুর আলম। অনুষ্ঠানে বাগদাদ শরীফ ইরাক থেকে আগত আওলাদে গাউছুল আজম আল্লামা আবদুল কাদের আফিফ আবদুল কাদের আল জিলানি, আল্লামা আবদুর রহমান আফিফ আবদুল কাদের আল জিলানী, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সূফী মোহাম্মদ মিজানুর রহমান, বাবুল হক, আবদুল হাকিম মাইজভান্ডারীর আওলাদ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালনা কমিটির পরিচালকবৃন্দের মধ্যে মোহাম্মদ নিজামুল আলম, মোহাম্মদ সরওয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম,মো: সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, বাদশা আলম, মাওলানা সৈয়দ ইউনুছ রজভী সহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাবেক মেয়র আলহাজ¦ এম. মনজুর আলম বাগদাদ থেকে আগত মেহমানদের অবগতির জন্য তাদের সেবার ধরণসমূহ তুলে ধরেন। ফাউন্ডেশন পরিচালিত ৯১টি প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম বিশদভাবে উপস্থাপন করেন। তিনি আরো বলেন, আল্লাহর সন্তুষ্টি বিধানে তাদের সকল কর্মকাণ্ড নিবেদিত। অনুষ্ঠানে এতিম, প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে বস্ত্র, অর্থ ও খাদ্য বিতরণ করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ