Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

শেখ হাসিনা আজকে মাহাথীরকে ছাড়িয়ে গেছেন : নৌপরিবহন প্রতিমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২৩, ৫:১৭ পিএম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধুর উত্তরাধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে মাহাথীরকে ছাড়িয়ে গেছেন। সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদকের সবচেয়ে বড় চিকিৎসা হচ্ছে সংস্কৃতি। আমরা যদি সংস্কৃতিকে ছড়িয়ে দিতে পারি-তাহলে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে যে সোনার বাংলা বিনির্মাণ হয়েছে; সেটা ধরে রাখতে পারব। আমরা সে পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছি। জেলায় জেলায় শিল্পকলা একাডেমী হচ্ছে। প্রত‍্যেকটি উপজেলায় শিল্পকলা একাডেমী হবে। শিল্পকলা একাডেমীগুলো হয়ে গেলে চারণ কবিদের চর্চাসহ সকল সাংস্কৃতিক কর্মকান্ডের চর্চা হবে। সেখান থেকে জাতীয় পর্যায়ে অনেক শিল্পী বেরিয়ে আসবে এবং সাংস্কৃতিক কর্মকান্ড দেখতে পাব।

প্রতিমন্ত্রী শনিবার দিনাজপুরের বোচাগঞ্জে রবীন্দ্রনাথ ও নজরুল মঞ্চে তিনদিনব‍্যাপী জাতীয় চারণ কবি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। প্রতিমন্ত্রী এর আগে বোচাগঞ্জে রবীন্দ্রনাথ ও নজরুল মঞ্চের উদ্বোধন করেন। তিনি বলেন, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। আগামী দিনের পৃথিবী শেখ হাসিনার কথা বলবে। শেখ হাসিনার উন্নয়নের কথা বলবে। এটাকে আমাদের ধরে রাখতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় কবির নাম আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি চারণের বেশে নদীমাতৃক এ বাংলাদেশের নদীর তীরে তীরে, পাহাড়ে পাহাড়ে, পর্বতে পর্বতে; সমতলে ঘুরেছেন। তিনি ৬৪ জেলার ৫৬ হাজার বর্গমাইলের বিভিন্ন ধর্ম, বর্ণ, গোষ্ঠীর মানুষের সাথে কথা বলেছেন, জেনেছেন এবং সকলের সম্মিলিত উচ্চারণ যেটা আমরা ৭ই মার্চের ভাষণে পাই। তিনি যে কবিতাটা পড়েছিলেন-" এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম, আমাদের স্বাধীনতার সংগ্রাম।"

তিনি বলেন, এটাই আমাদের জীবনের বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ কবিতা। যে কবিতা আমাদেরকে স্বাধীনতা দিয়েছে; অধিকার প্রতিষ্ঠা করেছে। যে কবিতার পথ ধরে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা বিনির্মাণ হয়েছে এবং আমরা সে সোনার বাংলাকে ধরে রাখতে চাই। সোনার বাংলাকে ধরে রাখতে হলে আমাদের সংস্কৃতির কোন বিকল্প নাই। আমাদের কবি সাহিত‍্যিকদের জানতে হবে; সেটাকে ধারণ ও লালন করতে হবে যেন কোন অপসংস্কৃতি আমাদের মধ‍্যে আঘাত না করে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত‍্যা করার পর আমাদের সাংস্কৃতিক কর্মকান্ড ও ইতিহাস বিকৃত করা হয়েছে। যেহেতু রক্ত দিয়ে আমাদের এ সংস্কৃতি কেনা হয়েছে; ইতিহাস রচনা করা হয়েছে-তাই কোন ষড়যন্ত্রই সফল হতে পারেনি। জিয়া, এরশাদ, খালেদা জিয়ারা অনেক ষড়যন্ত্র করেও বাংলাদেশের মানুষকে অভীষ্ঠ লক্ষ‍্য থেকে সরাতে পারেনি। জাতির পিতা ও ৩০লাখ শহীদের স্বপ্নের স্বাধীনতার মহেন্দ্রক্ষণে আমরা অপেক্ষা করছি। ১৬ কোটি মানুষের কেউ এখন না খেয়ে থাকেনা। মৌলিক অধিকার নিশ্চিত হয়েছে। এটাই স্বাধীনতার মূল সুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌপরিবহন প্রতিমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ