Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পুঠিয়ার বানেশ^রে কাপড় ব্যবসায়ীর উপর হামলা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ

পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২৩, ৭:২২ পিএম

পুঠিয়ার বানেশ^রে এক কাপড় ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ করছে কাপড় ব্যবসায়ীরা। সোমবার সকাল সাড়ে ১২ টার সময় উপজেলার বানেশ^র হাটের নিউ সুপার মার্কেটের রাজু সুজন ক্লথ স্টোরে এ হামলার ঘটনাটি ঘটে। এতে উক্ত দোকেনের ৪ জন আহত হয়। আহতরা হলো, সুজন ক্লথ স্টোরের সুজন (৩০) ও রাজু (২৮), বিসমিল্লাহ বস্ত্রালয়ের কাওছার (৩৫) ও মাসুম (৩২)। আহতদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। জানাগেছে, বানেশ^র নিউ সুপার মার্কেটের রাজু সুজন ক্লথ স্টোরের মালিক প্রায় দেড় মাস পূর্বে ফেরী কাপড় ব্যবসায়ী বানেশ^র গরু হাটার এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকে ভারতীয় কাপড় ক্রয় করে। সেই কাপড়ের মধ্যে একটি কাপড় ক্রটিপূর্ণ হওয়ায় কাপড়টি পরিবর্তন করা নিয়ে দুই পক্ষের মধ্যে গত কয়েক দিন আগে তর্কবিতর্কের ঘটনা ঘটে। সোমবার দুপুর ১২টার সময় ৫ থেকে ৬ জন একটি হকস্টিক, স্টেম ও লাঠিসোটা নিয়ে অতর্কিত রাজু ও সুজনের উপর হামলা চালায়। এসময় তাদের চিৎকারে বিসমিল্লাহ ক্লথ স্টোরের কাওছাও ও মাসুম এগিয়ে এলে তাদের উপর হামলা চালানো হয়। পরে আশেপাাশের ব্যবসায়ীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে নিউ সুপার মর্কেটের কাপড় ব্যবসায়ীসহ সকল দোকানদারেরা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ শুরু করে। বানেশ^র গার্মেন্টস ব্যবসায়ী সমিতির সভাপতি আবু শাহিন বিষয়টি নিশ্চিত করে জানান, কাপড় ব্যবসায়ী সমিতি, গার্মেন্টস ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ জরুরী সভা করে থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল বারী বলেন, থানায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে এ কর্মকর্তা জানান। #

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিবাদ

৩০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ