Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাপানে ৬.৩ মাত্রার ভূকম্পন অনুভূত

| প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাছে কান্তো অঞ্চলে ৬.৩ মাত্রার তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির আবহাওয়া দফতর এ তথ্য জানিয়েছে। এতে কোনো সুনামি সতর্কতা জানানো হয়নি। গত বুধবার স্থানীয় সময় রাত ৯টা ৩৮মি. এ ভূমিকম্প অনুভূত হয়। টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ফুকুশিমার পরমাণু চুল্লিতে এদিনের ভূমিকম্পের কোনো প্রভাব পড়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্যাসিফিক রিং অফ ফায়ার-এর মধ্যে পড়ে জাপান। সারা বিশ্বে যত ভূমিকম্প হয়, তার ৯০ ভাগ ক্ষেত্রই হল জাপান। ৮১ ভাগ ভূমিকম্পই এখানে যথেষ্ট শক্তিশালী। একসঙ্গে অনেকগুলো সক্রিয় আগ্নেয়গিরি থাকার কারণেই জাপান ভূমিকম্পপ্রবণ অঞ্চল। জাপান টাইমস, জাপান নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ