Inqilab Logo

ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০, ০৭ আশ্বিন ১৪২৭, ০৪ সফর ১৪৪২ হিজরী
শিরোনাম

সিরিয়ায় পুতিনের যুদ্ধ বিরতি ঘোষণা কার্যকর

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার সরকার ও বিরোধী দলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। ক্রেমলিনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মস্কো, ইরান ও তুরুস্ক প্রায় ছয় বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধ অবসানে শান্তি আলোচনা শুরু করতে প্রস্তুত বলে জানানোর পর ক্রেমলিন থেকে এ ঘোষণা এল। পুতিন বলেন, সিরিয়া সরকার এবং বিরোধী দলগুলো বেশ কিছু কাগজপত্রে সই করেছে, সেগুলোর মধ্যে যুদ্ধবিরতি চুক্তিও আছে। “যদিও যে চুক্তিতে উপনীত হওয়া গেছে সেটি খুবই নাজুক এবং নিশ্চিতভাবেই এর বিশেষ মনযোগ ও সহযোগিতা প্রয়োজন। তবে বলতেই হবে, এটি আমাদের একসঙ্গে কাজ করার উল্লেখযোগ্য একটি ফল।” সিরিয়ায় মোতায়েন করা রুশ সেনাদের সংখ্যা কমিয়ে আনা বিষয়েও একমত হওয়া গেছে বলে জানান তিনি। ‘দ্য সিরিয়ান আর্মি’র পক্ষ থেকেও দেশজুড়ে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু ইসলামিক স্টেট (আইএস), সাবেক নুসরা ফ্রন্টের জেহাদি এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট সব দল এ চুক্তির আওতার বাইরে থাকবে বলে জানিয়েছে তারা। বিরোধী দলগুলোর বেশ কয়েকজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তারাও যুদ্ধ বিরতি পরিকল্পনার সঙ্গে একমত, তবে কোন কোন বিরোধী দল চুক্তির আওতায় রয়েছে সে বিষয়ে স্পষ্ট কোনও ধারণা তাদের নেই।  বিবিসি, রয়টার্স। 

Show all comments
  • আকরাম ৩১ ডিসেম্বর, ২০১৬, ১২:৪০ পিএম says : 0
    যুদ্ধ বিরতি নয়, যুদ্ধ বন্ধ হওয়া দরকার।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়ায়

২৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ