Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফেনীতে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ আটক৩

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ফেনী জেলা সংবাদদাতা : ফেনীতে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারের পাশাপাশি এর সাথে জড়িত থাকার অভিযোগে ইউপি মেম্বারসহ ৩ সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের একটি দল। সদর উপজেলার শর্শদি ইউনিয়নে শনিবার গভীর রাতে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারের এ ঘটনা ঘটে। র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঐ এলাকার উত্তর শর্শদি গ্রাম থেকে ইউপি মেম্বার ও স্থানীয় যুবলীগ  নেতা মোর্শেদ আলম (২৭), গোলাম হোসেন বাপ্পি (২৪) ও শেখ বাহাদুর বাক্কা (২০) নামে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭টি এসবিবিএল, ২টি ওয়ান শুটারগানসহ ১০৪ রাউন্ড গুলি, ১২ বোর কার্তুজের খালি খোসা ৪ রাউন্ড, ৮২  বোতল ফেনসিডিল, ২৭ বোতল বিদেশি মদ, ৯ ক্যান ও ৬  বোতল বিয়ার এবং ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসব অস্ত্র ব্যবহার করে গ্রেফতারকৃত তিন আসামি এলাকায় ধর্ষণ, সন্ত্রাসী কর্মকা-, চাঁদাবাজি ও মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে র‌্যাব নিশ্চিত করে। তাদের অত্যাচার ও নির্যাতনে এলাকাবাসী ছিল অতিষ্ঠ। র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়েত জামিল ফাহিম জানান, বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ তিন সন্ত্রাসীকে আটকের পর আইনি পদক্ষেপ গ্রহণের জন্য ফেনী মডেল থানায়  প্রেরণ করা হয়েছে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  রাশেদ খান চৌধুরী র‌্যাবের হাতে গ্রেফতারকৃত তিন আসামিকে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে  জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ