Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

রফতানি পদক পেল আরএফএল

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

প্লাস্টিক পণ্য রফতানির জন্য ব্রোঞ্জ পদক পেয়েছে দেশের শীর্ষস্থানীয় প্লাস্টিক পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান আরএফএল। ২০১৩-১৪ অর্থবছরের জন্য ডিউরেবল প্লাস্টিকস লিমিটেডকে এ পদক দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গত রোববার রাজধানীর বঙ্গন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ব্রোঞ্জ পদক গ্রহণ করেন আরএফএল এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। আর এন পাল জানান, প্লাস্টিক পণ্য রফতানির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আমরা এই পদক ও সনদপত্র পেয়েছি। তিনি বলেন, ডিউরেবল প্লাস্টিকস রফতানির ক্ষেত্রে নতুন বাজার সৃস্টিতে সক্ষম হয়েছে। পাশাপাশি, দেশের আর্থসামাজিক অবস্থার মানোন্নয়নে অনবদ্য ভূমিকা পালন করে যাচ্ছে দেশের এ প্রতিষ্ঠানটি। বিশ্বের ৩৭টি দেশে প্রতিষ্ঠানটির হরেক রকমের পণ্য রফতানি হচ্ছে। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরএফএল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ