Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

চাঁদপুর লঞ্চঘাটে থাই নাগরিক উদ্ধার

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : অপহরণ করে নিয়ে যাওয়ার সময় এক থাই নাগরিককে চাঁদপুর নৌ-পুলিশ উদ্ধার করেছে। আটক করা হয়েছে অপহরণকারী এক জনকে। নৌ-পুলিশ জানায়, সোমবার রাত ১১টায় ঢাকা কাকরাইল মসজিদ থেকে জনি চৌধুরী ও তার সহযোগী তাবলিগ জামায়াতে আসা থাই নাগরিক তিরাপাপ বিল্লাল (২৩) কে নানা ধরনের প্রলোভন দেখিয়ে মসজিদের বাইরে নিয়ে আসে। পরে সকাল ৭টায় চাঁদপুরগামী এমভি সোনার তরী-২ লঞ্চে উঠিয়ে ওই থাই নাগরিককে চাঁদপুর নিয়ে আসে তারা। একপর্যায়ে লঞ্চে বিদেশি নাগরিকের সাথে থাকা ডলার ও মালামাল হাতিয়ে নেয়ার চেষ্টা করে তারা। পরে লঞ্চ কর্তৃপক্ষ ও যাত্রীরা বিষয়টি বুঝতে পেরে নৌ-পুলিশকে বিষয়টি অবহিত করে। নৌ-পুলিশ চাঁদপুর লঞ্চঘাটে দুপুরে সোনার তরী এসে ভিড়লে ওই বিদেশি নাগরিককে উদ্ধার করে এবং জনি চৌধুরী নামে অপহরণকারী চক্রের এক জনকে আটক করে। অপর অপহরণকারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। নৌ-পুলিশের ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, ঢাকা কাকরাইল মসজিদে থাইল্যান্ড থেকে গত ২৩ ডিসেম্বর আট সদস্যদের টিমের সাথে তাবলিগ জামায়াতে যোগ দিতে তিরাপাপ বিল্লাল এসেছিল। আটক অপহরণকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাঁদপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ