Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আবারো শ্রীহীন বিসিএল গড়াচ্ছে মাঠে

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : জাতীয় লিগের গায়ে পিকনিক আসরের অপবাদ লেগে গেছে বলে ফ্রাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট আসর বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) প্রবর্তিত হয়েছে ২০১২-১৩ মওশুমে। ক্রিকেটাদের ম্যাচ ফি ৪০ হাজার টাকা, উন্নত আবাসন খরচা ছাড়াও আসর প্রতি ৫০ লাখ টাকা এন্ট্রি ফি বহনে সম্মতি দিয়ে ফ্রাঞ্চাইজিরা এই আসরে অংশগ্রহণ করেও সন্তুষ্ট হতে পারছে না। সুবিধাজনক ¯øটে বিসিএল মাঠে গড়ানোর প্রতিশ্রæতি দিয়েও সর্বশেষ ২ আসরে সে প্রতিশ্রæতি রক্ষা করেনি বিসিবি। বাংলাদেশ ক্রিকেট দলের ব্যস্ত সূচির মধ্যে বিসিএল মাঠে গড়ানোর সিদ্ধান্ত নেয়ায় তারকা ক্রিকেটারদের পায়নি ফ্রাঞ্চাইজিরা সর্বশেষ ২ আসরে। ক্রিকেটারদের সবার অংশগ্রহণ নিশ্চিত না হলে বিসিএলএ খেলবে না বলে ২টি ফ্রাঞ্চাইজি তাদের অবস্থানের কথা সাফ সাফ বিসিবি’র টুর্নামেন্ট কমিটিকে জানিয়ে দিলে গত সেপ্টেম্বরে বিসিএল মাঠে গড়াতে পারেননি টুর্নামেন্ট কমিটি। পুনরায় ফ্রাঞ্চাইজিদের মতামত না নিয়ে আগামী ২০ জানুয়ারি থেকে বিসিএল মাঠে গড়ানোর সিদ্ধান্ত নিয়েছে টুর্নামেন্ট কমিটি! আগামী ১১ জানুয়ারি অংশগ্রহণকারী ৪টি দলের খেলোয়াড় তালিকা ঘোষণা করা হবে বলেও ফ্রাঞ্চাইজিদের জানিয়ে দিয়েছে বিসিবি’র টুর্নামেন্ট কমিটি। বাংলাদেশ ক্রিকেট দল যখন দ্বিতীয় টেস্ট খেলবে নিউজিল্যান্ড সফরে, তখন বিসিএল মাঠে গড়ালে প্রথম রাউন্ড হারাবে আকর্ষণ। ৮ ফেব্রæয়ারিতে ভারতের হায়দারাবাদ টেস্ট এবং মার্চে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলংকা সফরের জন্য বিসিএল’র পরবর্তী রাউন্ডগুলোতেও জাতীয় দলের ক্রিকেটাদের বিসিএলে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এক একটি আসরে অংশগ্রহণে একটি ফ্রাঞ্চাইজিকে যেখানে ন্যূনতম ১ কোটি ৩০ লাখ টাকা খরচ করতে হয়, সেখানে তাদের মতামত না নিয়ে বিসিএল আয়োজনের সিদ্ধান্ত আরো একবার প্রশ্নবিদ্ধ করছে টুর্নামেন্ট কমিটির ভূমিকাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবারো

৫ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ