ঘন ঘন লোডশেডিংয়ে সৈয়দপুরের জনজীবন দুর্বিষহ
অসহনীয় খরতাপে পুড়ছে উত্তরের জেলা নীলফামারীর সৈয়দপুর। ভ্যাপসা গরমে মানুষ নাকাল। তপ্ত ও গুমোট আবহাওয়ায় দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। শহর কিংবা গ্রাম-সবখানেই কাজের জন্য ঘরের
গাইবান্ধা জেলা সংবাদদাতা : গাইবান্ধায় অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় জামায়াত-শিবিবের ছয় কর্মীসহ বিভিন্ন মামলার ২০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৮ জানুয়ারি) রাত থেকে রোববার সকাল পর্যন্ত গাইবান্ধার সুন্দরগঞ্জসহ ছয় উপজেলায় এ অভিযান চালানো হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ছয়জন জামায়াত-শিবিরের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এদের মধ্যে একজন ওয়ারেন্টভুক্ত আসামি। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে বেশকিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এছাড়া জেলার ছয় থানায় মাদকসহ অন্যান্য মামলার আরও ১৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
তবে তিনি তাদের নাম পরিচয়-জানাতে পারেননি। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।