ঘন ঘন লোডশেডিংয়ে সৈয়দপুরের জনজীবন দুর্বিষহ
অসহনীয় খরতাপে পুড়ছে উত্তরের জেলা নীলফামারীর সৈয়দপুর। ভ্যাপসা গরমে মানুষ নাকাল। তপ্ত ও গুমোট আবহাওয়ায় দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। শহর কিংবা গ্রাম-সবখানেই কাজের জন্য ঘরের
গাইবান্ধা জেলা সংবাদদাতা : গাইবান্ধা-১ আসনের সাংসদ মনজুরুল ইসলাম হত্যার ঘটনায় সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহসান হাবিব ওরফে মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান আজ রোববার প্রথম আলোকে এই তথ্য জানান।
স্থানীয় একাধিক সূত্রের ভাষ্য, মাসুদ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের কমিটিতে মাসুদের কোনো পদ নেই।
ওসি আতিয়ার রহমান বলেন, সুন্দরগঞ্জ বাজার এলাকার বাড়ি থেকে গতকাল শনিবার দিবাগত রাতে মাসুদকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন, সাংসদ মনজুরুল হত্যা মামলায় মাসুদকে গ্রেপ্তার দেখিয়ে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পরিবারের অভিযোগ, গত শুক্রবার রাতে জিজ্ঞাসাবাদের কথা বলে মাসুদকে তুলে নিয়ে যায় পুলিশ।
পরিবারের এই অভিযোগ পুলিশ অস্বীকার করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।