Inqilab Logo

মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ১৪ আষাঢ় ১৪২৯, ২৭ যিলক্বদ ১৪৪৩ হিজরী
শিরোনাম

আঞ্চলিক কার্যালয়-২ এ অফিস করলেন দক্ষিণের মেয়র সাঈদ খোকন

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আঞ্চলিক কার্যালয়গুলোর কাজের মান ও গতি বাড়াতে নগর ভবনের নিজস্ব কার্যালয় ছেড়ে প্রতি সপ্তাহে এক একটি আঞ্চলিক কার্যালয়ে অফিস করার সিদ্ধান্ত নিয়েছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
এমন সিদ্ধান্ত গ্রহণের পর গতকাল রোববার তিনি প্রথম অফিস করেছেন ডিএসসিসির খিলগাঁও অঞ্চল-২ কার্যালয়ে। গতকাল দুপুর ১২টার দিকে তিনি সেখানে অবস্থান করেন। এ সময় তিনি নগরবাসীর বিভিন্ন অভিযোগ অনুযোগের কথা শোনেন। এছাড়াও তিনি আঞ্চলিক কার্যালয়টির সার্বিক কাজের পর্যবেক্ষণ করেন। তবে এ সময় নগর ভবনের শীর্ষ কর্মকর্তারা নগর ভবন ছেড়ে তার সঙ্গে অঞ্চল-২ কার্যালয়ে যান। এতে করে পুরো নগর ভবন অনেকটা ফাঁকা হয়ে যায়। নগরভবনের দৈনন্দিন সেবা প্রার্থীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।
দীর্ঘদিন ধরে নগরবাসীর সেবাদানে কর্মকর্তাদের অবহেলা ও অনিয়মের অভিযোগ উঠেছে। মেয়র নিজেই বিষয়টি নিয়ে অনেক সময় অস্বস্তিতে পড়েছিলেন। আবার অনেক সময় দুর্নীতিবাজ কর্মকর্তাদের বরখাস্ত করেও কাজের মান ও গতি বাড়াতে পারছেন না। প্রতি সপ্তাহে এক একটি কার্যালয়ে অফিস করার সিদ্ধান্ত নেন তিনি। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আঞ্চলিক

১৪ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ