Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আবদুল্লাহর চিকিৎসায় সাহায্যের আবেদন

প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

লোহাগাড়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মাস্টারহাট এলাকার খন্দকার পাড়ার দরিদ্র গাড়িচালক মো. আরফাতের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ হার্ট জটিল রোগে আক্রান্ত। ঢাকার ইবনে সিনা হাসপাতালে অধ্যাপক ডা. জালাল উদ্দিনের অধীনে একবার ধার-দেনা করে অপারেশন করিয়েছেন। ডাক্তার জানান, আবদুল্লাহর হার্টে জটিল সমস্যা রয়েছে, তার উন্নত চিকিৎসা জরুরি, আবারও অপরাশেন প্রয়োজন, এতে প্রায় ৮ লাখ টাকা দরকার।
অসহায় দরিদ্র পরিবারের গাড়িচালক আরফাত দীর্ঘদিন ধরে সন্তানের চিকিৎসায় ধার-দেনা করে সাধ্যমত চেষ্টা করেছেন। তার এমন কোন সম্পদ নেই যা বিক্রি করে সন্তানের চিকিৎসা খরচ বহন করবেন। তাই তিনি বাধ্য হয়ে সমাজের হৃদয়বান, বিত্তবান, সচেতন, দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট সন্তানের চিকিৎসায় সাহায্য ও সহযোগিতার আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠাবার ঠিকানা-
মো. আরফাত
হিসাব নং-০২০৩৪০০৭৬২৭,
ব্যাংক এশিয়া লি,
লোহাগাড়া শাখা, চট্টগ্রাম।
মোবাইল-০১৭২৪২৭২৮৮৮ (বিকাশ)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবদুল্লাহর চিকিৎসায় সাহায্যের আবেদন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ