Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

হিজলায় অগ্নিকান্ডে ৩ বসতঘর ভস্মীভূত

| প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

হিজলা (বরিশাল) উপজেলা সংবাদদাতা : হরিনাথপুর ইউনিয়ন মহিষখোলা গ্রামে মঙ্গলবার দিবাগত রাতে পুরাতন বাস ষ্ট্যান্ড সংলগ্ন ওয়াপদায় ৩টি বসতবাড়ী আগুনে পুড়ে ভস্মীভূত হয়। আগুন নিয়ন্ত্রণে রাখতে আরো কয়েকটি বসতঘর ভাঙচুর করে সরিয়ে নেয় উপস্থিত জনতা। এতে প্রায় ৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়। আগুনে বাড়িঘর পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তরা হলো- মোঃ জালাল সরদার (শ্রমিক), মোঃ রফিক সরদার (ভ্যান চলক), মোঃ ফারুক ঢালী (শ্রমিক), শাজাহান বাঘা (শ্রমিক) ও জাহাঙ্গীর। তারা সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছে। এ ব্যাপারে এমপি পঙ্কজ নাথ সরেজমিনে পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের নগদ টাকা ও ঘর তৈরির জন্য টিন বরাদ্দ দেওয়ার কথা বলেন। এছাড়া হিজলার উপজেলা নির্বাহী অফিসারের কাছে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক কোন সাহায্যের ব্যবস্থা আছে কিনা জানতে চাইলে তিনি জানান, সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে শীতবস্ত্র, জিআর চাল ও নগদ টাকা নিয়ে আজই পরিদর্শনে আসছে বলে জানান। স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ