Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭, ২৮ অগ্রহায়ণ ১৪২৪, ২২ রবিউল আউয়াল ১৪৩৯ হিজরী

শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

শরীয়তপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, -০০০১, ১২:০০ এএম

শরীয়তপুর জেলা সংবাদদাতা : শরীয়তপুরে নসিমনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। নিহতের নাম আশিক ফকির (১৮)। আশিক সদর উপজেলার সারেংগা গ্রামের কামাল ফকিরের ছেলে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সদর উপজেলার গঙ্গানগর উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
পালং থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশিক মোটরসাইকেলে গঙ্গানগর বাজার থেকে গঙ্গানগর উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আশিক গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 


দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।