Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সততার জন্য শিশু আলমকে পটিয়া প্রেস ক্লাবের

কুড়িয়ে পাওয়া ৩ লাখ টাকা ফেরত

| প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

পটিয়া উপজেলা সংবাদদাতা : বাজারে কুড়িয়ে পাওয়া ৩ লাখ ১০ হাজার টাকা প্রকৃত মালিককে ফেরত দিয়ে সততার বিরল দৃষ্টান্ত স্থাপনকারী শিশু আলমকে পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে ও মার্কেন্টাইল ব্যাংক পটিয়া শাখার সহযোগিতায় গত বুধবার রাতে সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে পটিয়া প্রেস ক্লাব কার্যালয়ে প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানার সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় সততার বিভিন্ন দিক নিয়ে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাব সিনিয়র সহ-সভাপতি এসএমএকে জাহাঙ্গীর। বক্তব্য রাখেন আমির ভা-ার দরবার শরীফের পীরে তরিক্বত শাহসূফী সৈয়দ শামুন রশিদ শাহ আল আমিরী (ম.জি.আ), পটিয়া আদালতের আইন কর্মকর্তা ও পটিয়া বারের সাবেক সভাপতি এড. বদিউল আলম, পটিয়া দোকান মালিক সমিতির সভাপতি হাজী এম এ ইউসুফ, সাধারণ সম্পাদক শাহ্ আলম খোকন, বীর মুক্তিযোদ্ধা যুগল সরকার, প্রেসক্লাব সহ-সভাপতি এটিএম তোহা, আবদুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক এসকেএম নুর হোসেন, অর্থ-সম্পাদক ফারুকুর রহমান বিনজু, সমাজ কল্যাণ সম্পাদক সেলিম চৌধুরী, দপ্তর সম্পাদক সুজিত দত্ত, কার্যকরী সদস্য কামরুল ইসলাম, মুন্সেফ বাজার ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক নুরুল ইসলাম বাচা, সদস্য সৈয়দুল আলম বাবলু, ঝড়ে পড়া নিকেতনের প্রধান শিক্ষক ও সেবা ট্রাস্টের ব্যবস্থাপক মো: শাহ আলম সেলিম প্রমুখ। এসময় প্রেস ক্লাব প্রদত্ত সততার সম্মাননা, মার্কেন্টাইল ব্যাংক প্রদত্ত কম্বল ও পটিয়ার পিপির দেয়া উপহার আলমের হাতে তুলে দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবর্ধনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ