Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাংলাবান্ধা স্থলবন্দরের সামগ্রিক উন্নয়নে মতবিনিময় সভা

| প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : বাংলাবান্ধা স্থলবন্দরের সামগ্রিক উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ থেকে বিকেল ৩টা পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন হলরুমে পঞ্চগড় জেলা প্রশাসক, অমল কৃষ্ণ মÐলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ পঞ্চগড় পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আলিম খান ওয়ারেসী, ১৮ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ডিএডি ঈমাম হোসেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম (শাহীন), ভাইস-চেয়ারম্যান সুলতানা রাজিয়া, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র রায়। উপজেলা নির্বাহী অফিসার মো. সানিউল ফেরদৌসের সঞ্চালনায় সভায় স্থলবন্দরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন জেলা আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল, বাংলাবান্ধা লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি ইদ্রিস আলী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোখলেছুর রহমান, পঞ্চগড় চেম্বার অব কমার্সের সভাপতি মো. আশরাফুল আলম পাটোয়ারী ও পঞ্চগড় চেম্বার অব কমার্সের পরিচালক বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন ও বাংলাবান্ধা স্থলবন্দরের সহকারী জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মো. রজব আলী। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন আলী মÐল, সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান (ডাবলু), সিঅ্যান্ডএফ এজেন্ট, পাথর ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাবান্ধা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ