Inqilab Logo

বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২, ২৩ আষাঢ় ১৪২৯, ০৭ যিলহজ ১৪৪৩ হিজরী

নড়াইলে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত : আহত ২০

| প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নড়াইল জেলা সংবাদদাতা : নড়াইলের যাত্রীবাহী বাস খাদে পড়ে দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ২০ জন। আহতদেরকে নড়াইল সদর ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নড়াইল-মাগুরা সড়কের ধোন্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মাগুরার গঙ্গারামপুর থেকে নড়াইলগামী একটি যাত্রীবাহী বাস নড়াইলে আসার পথে ধোন্দা নামক এলাকায় পৌঁছলে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশের একটি খাদে পড়ে পঞ্চানন মজুমদার (৫০) ও এক বছরের শিশু আরাফাত ঘটনাস্থলে নিহত হয়। তবে নিহতদের ব্যাপারে বিস্তারিত জানা সম্ভব হয়নি। এ সময় ২০ জন আহত হয়। তাদেরকে নড়াইল সদরসহ যশোর ও খুলানা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নড়াইলের ট্রাফিক পুলিশের সার্জেন্ট জিহাদুল ইসলাম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নড়াইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ