মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল চালকের মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মুখোমুখি সংঘর্ষে আমিরুল ইসলাম (৪০) ও মমিন সরকার (৩০) নামে দুই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। রোববার (৩ জুলাই) বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ-ফুলপুকুরিয়া সড়কের গুমানীগঞ্জ
বুড়িচং উপজেলা সংবাদদাতা : কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ভারত সীমান্তের হায়দ্রাবাদ এলাকার কাছ থেকে এক ব্যক্তির লাশ হস্তান্তর করেছে ভারতের বিএসএফ। বুড়িচং থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার বড়–য়া জানান- গত ১১ জানুয়ারি রাতে খবর পান যে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ভারত সীমান্তের হায়দ্রাবাদ এলাকার ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে গণপিটুনিতে মো. জসিম উদ্দীন (৫০) নামের এক ব্যক্তি মারা যায়। ভারতের বিএসএফ উক্ত ব্যক্তির লাশকে উদ্ধার পূর্বক তাদের হেফাজতে নিয়ে যায়। জীবিতাবস্থায় তার দেয়া ঠিকানা অনুযায়ী সে বাংলাদেশের নাগারিক হিসেবে প্রমাণিত হওয়ায় ১২ জানুয়ারি বিকেল সাড়ে ৩ টায় বাংলাদেশ ভারত সীমান্তের হায়দ্রাবাদ ২০৬৩ নং পিলারে ভারতীয় বিএসএফ ওই জসিম উদ্দীনের লাশকে বুড়িচং থানা পুলিশের কাছে হস্তান্তর করে। নিহত মো. জসিম উদ্দীন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার অলিপুর গ্রামের ইব্রাহিমের ছেলে। এসময় বুড়িচং থানার অফিসার ইনচার্জ ও সেকেন্ড অফিসার সুব্রতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বুড়িচং থানা পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।