Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

মিউজিক্যাল ফিল্ম হারালো অজানায়

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : সংগীত পরিচালক অদিত, মডেল-অভিনয়শিল্পী তৌসিফ-স্পর্শিয়া এবং নির্মাতা তানিম রহমান অংশু। গত বছর জুড়ে তারা নানা চমক দিয়েছেন গান বাজারে, ইউটিউবে। সংগীত ঘরানার এই মানুষগুলো নতুন বছরে এবার জোট বাঁধলেন। কণ্ঠশিল্পী নাহিদ মেহেদীর নতুন একটি গানকে ঘিরে। গত বছরের সাফল্যের রেশ ধরে রাখতেই তাদের এই সম্মিলিত আয়োজন বলে জানা গেছে। ‘হারালো অজানায়’ শিরোনামের এই গানটির সুর-সংগীতায়োজন করেছেন অদিত। লিখেছেন সূচি। কণ্ঠ দিয়েছেন নাহিদ মেহেদী। সম্প্রতি সিলেটের বিভিন্ন নৈসর্গিক লোকেশন ঘুরে সেই গানটির দৃষ্টিনন্দন ব্যয়বহুল ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। সবার উদ্দেশ, নতুন বছরে দর্শক শ্রোতাদের একসঙ্গে চমকে দেয়া। গানটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী নাহিদ মেহেদী বলেন, সময়ের সাথে সাথে গান যায়, গান আসে। সেই ফাঁকে কিছু গান থেকে যায় মনের গহীন চিলেকোঠায়। অদিতের সুরে যাদু আছে। আমি আমার সবটুকু উজাড় করেই গেয়েছি। স্পর্শিয়া আর তৌসিফও গল্প অনুযায়ী অংশু ভাইয়ের নির্দেশনায় শতভাগ আশা পূরণ করেছেন। আমার দৃঢ় বিশ্বাস এই গানটি দর্শক শ্রোতাদের মনের গহীনে থেকে যাবে। গানটির মডেল অর্চিতা স্পর্শিয়া বলেন, গত বছর চারটা মিউজিক ভিডিও করেছি। নতুন বছরে এটা আমার প্রথম এবং অন্যতম কাজ বলা যায়। গানটি পছন্দ হওয়ার পর যখন ভিডিওর জন্য একটা দারুণ গল্প পেলাম তখন মনটা ভালো হয়ে গেল। যদিও এই মিউজিক্যাল ফিল্মের গল্পটি মন খারাপের। এই মিউজিক্যাল ফিল্মটি না দেখলে আগাম বোঝানো যাবে না! তানিম রহমান অংশু বলেন, চেষ্টা করেছি ভালো কিছু করার। চেষ্টা ছিল মিউজিক ভিডিও না বানিয়ে একটি মিউজিক্যাল ফিল্ম তৈরির। শুটিং শেষে সম্পাদনার টেবিলে বসে মনে হয়েছে- কাজটি মনের মতো করতে পেরেছি। যদি তাই হয়, তবে এটা হবে আমাদের সবার জন্য হবে নতুন বছরের সারপ্রাইজ গিফট। শিল্পী নাহিদ মেহেদী জানান, সিএমভির ইউটিউব চ্যানেল ছাড়াও তার নিজস্ব ভ্যারিফায়েড ফেসবুক পেইজেও পাওয়া যাবে গানটির ভিডিও লিঙ্ক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিউজিক্যাল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ