Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ক্ষেত পাহারা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষে আহত ১২

প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : দৌলতপুরে মাঠের ক্ষেত পাহারা নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। আহতদের কুষ্টিয়া ও দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার বেলা ১১টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। জানা যায়, ইসলামনগর গ্রামের মাঠের ক্ষেত পাহারা নিয়ে বাদল মাহন্ত ও নাজিম উদ্দিনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের ২৫-৩০ জন দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটায়। সংঘর্ষের খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বেধড়ক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলেও ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান চাকলাদার জানান, ইসলামনগর গ্রামে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্ষেত পাহারা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষে আহত ১২
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ