Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সহজ ডটকমে বাণিজ্যমেলার টিকেট

| প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

প্রথমবারের মত সহজ ডটকম থেকে অনলাইনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার টিকেট কিনতে পারবেন দর্শনার্থীরা। বাণিজ্যমেলার টিকেটিং পার্টনার মীর ব্রাদার্সের সাথে সহজ ডটকমের চুক্তি অনুযায়ী এখন থেকে এই সুবিধা উপভোগ করা যাবে। পাশাপাশি প্রতিদিন টিকেট কিনে ক্রেতারা পাচ্ছেন একটি করে স্মার্টফোন এবং মেলা শেষে এলইডি টিভি জিতে নেয়ার সুযোগ। এই বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই সহজ ডটকম মানুষের জীবনকে আরো সহজ করতে বাস, লঞ্চ, মুভি, ক্রিকেট খেলা ও ইভেন্ট টিকেটের সেবা দিয়ে আসছে। তিনি আরো বলেন, বাণিজ্যমেলায় আগত দর্শনার্থীদেরকে যেন পরিবারের সদস্য ও বাচ্চাদের নিয়ে লাইনে না দাঁড়াতে হয়, সেই লক্ষ্যেই আমরা ই-টিকেটিং এর কাজ করছি। আমি আশা করি, ঘরে বসে টিকেট কেনার এই সুবিধা গ্রহণ করে দেশের সবচেয়ে বড় এই মেলায় আগের চেয়েও বেশি মানুষের সমাগম হবে। তাছাড়া সরকারের দেশব্যাপী ডিজিটাল ও ওয়ানস্টপ সার্ভিস প্রদানের লক্ষ্য পূরণেও বাণিজ্য মেলার এই ই-টিকেটিং সার্ভিস তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলেই আমার বিশ্বাস। সহজ ডটকমের ইভেন্ট পেজ (িি.িংযড়যড়ু.পড়স/বাবহঃং) থেকে খুব সহজেই ভিজিটরেরা এই টিকেট কিনতে পারবেন। বিকাশ, ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড এর মাধ্যমে পেমেন্ট করলেই মেলার ই-টিকেট গ্রাহকের ই-মেইলে চলে যাবে। এই ই-টিকেটের প্রিন্টেড কপি বা পিডিএফ মোবাইল ফোনে দেখিয়েই মেলার ১ নাম্বার গেটে অবস্থিত সহজ ডটকমের টিকেট ক্রেতারা বিশেষ গেট দিয়ে প্রবেশ করতে পারবেন। মেলায় প্রবেশের নির্ধারিত ফি প্রাপ্তবয়স্কদের জন্য ৩০ টাকা এবং বাচ্চাদের (৯ বছরের নিচে) জন্য ২০ টাকা। এর সাথে প্রসেসিং ফি বাবদ টিকেট প্রতি মাত্র ২ টাকা করে প্রদান করতে হবে।
ইমরান খান



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ