Inqilab Logo

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রথম বৈঠকেই পুতিন

| প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পর প্রথম বিদেশ সফর করবেন আইসল্যান্ডে। এখানে তিনি বৈঠক করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে। আর ঐতিহাসিক এ বৈঠকটি হতে যাচ্ছে কয়েক সপ্তাহের মধ্যেই। গত রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শীতলযুদ্ধের সময় ১৯৮৬ সালে  সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের সঙ্গে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি করতে আইসল্যান্ডের রাজধানী রিখজাভিকে বৈঠক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান। প্রায় তিন দশক পর রুশ ও মার্কিন প্রেসিডেন্টের ঐতিহাসিক বৈঠকের সাক্ষী হতে যাচ্ছে আইসল্যান্ড। সানডে টাইমস জানিয়েছে, বৈঠকে ক্রেমলিনের সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক পুনঃবিন্যাস এবং পরমাণু অস্ত্র সীমিতকরণে চুক্তির বিষয়ে আলোচনা হবে। এছাড়া রাশিয়ার ওপর থেকে পশ্চিমা অবরোধ সরিয়ে নেয়ার বিষয়েও আলোচনা হবে। এর আগে শনিবার ট্রাম্প বলেছিলেন, ক্রেমলিন যদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করে এবং এ ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে কাজ করতে আগ্রহী হয়, তাহলে রাশিয়ার ওপর থেকে অবরোধ প্রত্যাহারের বিষয়টি তিনি ভেবে দেখবেন। তিনি বলেছেন, আমি বুঝতে পারছি তারা (রাশিয়ানরা) আমার সঙ্গে দেখা করতে আগ্রহী। আর এটা আমার জন্য বেশ উত্তম। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের ওয়েবসাইট হ্যাকের মাধ্যমে রাশিয়া প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল বলে গত মাসে অভিযোগ করেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা।  সানডে টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ