Inqilab Logo

বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২, ২৩ আষাঢ় ১৪২৯, ০৭ যিলহজ ১৪৪৩ হিজরী

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে কোনো সিন্ডিকেট নয় -হাইকোর্ট

| প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে জনশক্তি রফতানির ক্ষেত্রে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে (সিন্ডিকেট)  পক্ষপাতমূলকভাবে কর্মী পাঠানোর সুযোগ না দেয়ার নিদের্শ দিয়েছেন হাইকোর্ট। জনশক্তি রফতানিতে সব বৈধ রিক্রুটিং এজেন্সি যাতে সমান সুযোগ পায় তা নিশ্চিত করতেও নিদের্শ দিয়েছেন হাইকোর্ট। এজেন্সিগুলো যাতে স্বাধীনভাবে কর্মী প্রেরণের সুযোগ পায় তা নিশ্চিত করতে বিভিন্ন পর্যায়ে মনিটর করারও নিদের্শ দেয়া হয়েছে। গতকাল বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের দ্বৈত বেঞ্চে শুনানি শেষে এই রায় দেয়া হয়। বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার ফিদা এম কামাল ও ব্যারিস্টার শামিউল হক এ তথ্য জানিয়েছেন। ইন্টিমেট বিজনেস অ্যাসোসিয়েটের স্বত্বাধিকারী ড. এ  কে এম মহিউদ্দিন ও কবির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এ এইচ এম গোলাম কবিরের দায়েরকৃত রিট পিটিশন ৬৩৪/১৭-এর পরিপ্রেক্ষিতে আদালত শুনানি শেষে আটজন বিবাদীকে উল্লিখিত নিদের্শ দিয়েছেন। বিবাদীগণ হচ্ছেনÑ সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়, সচিব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, সচিব বাণিজ্য মন্ত্রণালয়, মালয়েশিয়ার কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনার, মহাপরিচালক বিএমইটি, পরিচালক বাণিজ্যিক সংস্থা বাণিজ্য মন্ত্রণালয়, সভাপতি বায়রা ও মহাসচিব বায়রা। আদালতের রায়ে বলা হয়েছে, কোনোভাবেই যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে এক তরফাভাবে কর্মী পাঠানোর সুযোগ না পায়। জনশক্তি রফতানিতে কোনো পক্ষপাতিত্বমূলক সুযোগের সৃষ্টি করা যাবে না এবং কারো প্রতি বিমাতাসূলভ আচরণ না করে সব এজেন্সি যাতে সমানভাবে ব্যবসা করতে পারে, তা নিশ্চিত করতে হবে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ