পরিবারের সাথে ঈদ করা হলো না নাহিদের

পরিবারের সাথে ঈদ করা হলো না নাহিদের। ঢাকা থেকে খুলনা আসার পথে বাগেরহাটের মোল্লাহাটের সরকারি
টাঙ্গাইল জেলা সংবাদদাতা : জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া হাট বাইপাস এলাকায় সুজন মিয়া (২৭) নামে এক কাপড় ব্যবসায়ী বাসচাপায় নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন মিয়া কাপড় কেনার জন্য করটিয়া হাটে যাচ্ছিলেন। তিনি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার সানাকইর এলাকার ইউনুস আলীর ছেলে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কফিল উদ্দিন জানান, সকালে নিহত ওই কাপড় ব্যবসায়ী কাপড় কেনার জন্য করটিয়া হাটে যাচ্ছিলেন। এক পর্যায়ে হাট বাইপাস এলাকায় পৌঁছলে ঢাকাগামী একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নিহতের লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।