ঘন ঘন লোডশেডিংয়ে সৈয়দপুরের জনজীবন দুর্বিষহ
অসহনীয় খরতাপে পুড়ছে উত্তরের জেলা নীলফামারীর সৈয়দপুর। ভ্যাপসা গরমে মানুষ নাকাল। তপ্ত ও গুমোট আবহাওয়ায় দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। শহর কিংবা গ্রাম-সবখানেই কাজের জন্য ঘরের
নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের বিলতাজপুর গ্রাম থেকে জাকির হোসেন (৩৬) নামে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল জানান, সম্প্রতি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন জাকির হোসেন। মঙ্গলবার রাতের নিজের ঘরে ঘুমাতে যান তিনি। সকালে জাকিরের ঘুম থেকে উঠতে দেরি হলে পরিবারের সদস্যরা জানালা দিয়ে তাকে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর স্থানীয়দের সহায়তায় বাড়ির লোকজন দরজা ভেঙে জাকিরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।