চুয়াডাঙ্গার সড়াবাড়ীয়া গ্রামে শালিকচরা মাঠে গাছ ফেলে ঘন্টাব্যাপী গণডাকাতি

চুয়াডাঙ্গার সদর উপজেলার সড়াবাড়ীয়া গ্রামের শালিকচরা মাঠে গাছ ফেলে রাস্তা বন্ধ করে ঘন্টাব্যাপী গণডাকাতির ঘটনায়
খুলনা ব্যুরো : খুলনায় সেলিম জুট ট্রেডিং নামে একটি পাটগুদামে আগুন লেগেছে।
বুধবার (১৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে মহানগরীর আড়ংঘাটার এ জুট মিলে আগুন লাগে।
খুলনা ও দৌলতপুর ফায়ার স্টেশনের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাটগুদামটির মালিক সেলিম শেখ।
এলাকাবাসী জানায়, হঠাৎ করে পাটগুদাম থেকে ধোঁয়া বের হতে থাকে। এক পর্যায়ে আগুনের শিখা দেখা যায়। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে খুলনা ও দৌলতপুর ফায়ার স্টেশনের ৯টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে আগুন নেভানোর কাজে সহায়তা করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।