লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজার সামনে প্রাইভেটকার উল্টে আহত ২
মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে অতিরিক্ত গতির কারণে সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে দুমড়ে-মুচড়ে গেছে একটি প্রাইভেটকার। এ ঘটনায় ২ জন গুরুতর আহত
বগুড়া অফিস : বগুড়ার শেরপুরে বাস চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের যাত্রী লায়লী বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন- মরিয়ম, মুন্নি খাতুন ও আব্দুস সোবহান।
আজ বুধবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুরে রানীরহাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাদের অবস্থা খারাপ হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মির্জাপুর বাজার থেকে অটোভ্যানটি রানীরহাট যাওয়ার সময় বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস ওই ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই লায়লী নিহত হন। শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ বিষয়টি নিশ্চিত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।