Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নায়করাজের জীবনী নিয়ে ফিল্ম আর্কাইভের গ্রন্থ

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: নায়করাজ রাজ্জাকের জীবন ও কর্ম নিয়ে গ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে ২০১৬-১৭ অর্থবছরের গবেষণা কর্মের ওপর গত রোববার এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে উপস্থাপিত ১৩টি গবেষণা কর্মের একটির বিষয় হলো নায়করাজ রাজ্জাক : জীবন ও কর্ম। গ্রন্থটির কাজ প্রায় শেষ করে আনা হয়েছে। গবেষণার প্রবন্ধ উপস্থাপক ও গবেষক ইসমত জেরিন। ইসমত জেরিন জানান, নায়করাজ রাজ্জাক: জীবন ও কর্ম শীর্ষক গবেষণাটি প্রায় শেষ দিকে। আমার এ গবেষণায় উঠে এসেছে এক রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করেও নায়করাজ কীভাবে সংস্কৃতিমনা হয়ে উঠলেন। একজন ফুটবলার হয়েও অভিনয়কে  কেন বেছে নিলেন। থিয়েটার থেকে রূপালি পর্দায়, এরপর নায়ক থেকে নায়করাজ সবই তুলে ধরার চেষ্টা রয়েছে এ গবেষণায়। তার জীবনের পরতে পরতে যে উত্থান ঘটেছে তারই সন্নিবেশ ঘটানো হয়েছে এতে। তিনি বলেন, ফিল্ম আর্কাইভ এবং তথ্য মন্ত্রণালয়ের অনুমতির পর নায়করাজ রাজ্জাকের জীবনী নিয়ে এ বইটি প্রকাশ করা হবে। তবে এটি সময়ের ব্যাপার। বইটির নাম হবে নায়ক রাজ রাজ্জাক: জীবন ও কর্ম। এদিকে নায়করাজ মাঝখানে বেশ অসুস্থ হলেও বর্তমানে সুস্থ রয়েনে। বাসায়ই তার সময় কাটে। পরিবার, বন্ধু-স্বজনদের সঙ্গে গল্প-গুজবেই কাটছে তার দিনকাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নায়করাজ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ