Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কারা অভ্যন্তরে জঙ্গিদের সংগঠিত হওয়ার সুযোগ নেই -স্বরাষ্ট্রমন্ত্রী

| প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কারা অভ্যন্তরে বন্দী জঙ্গিদের সংগঠিত হওয়ার সুযোগ নেই। আইজি প্রিজন সব সময় তাদের মনিটরিং করছে। প্রিজন ভ্যানগুলো অনেক পুরনো হয়ে গেছে। সে জন্য যুগের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী অত্যাধুনিক এসব প্রিজন ভ্যান তৈরি করে পরীক্ষামূলকভাবে চলাচলের জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে সংযুক্ত করা হলো। এগুলো কার্যকর হলে বাংলাদেশের সব কারাগারের জন্য এ ধরনের প্রিজন ভ্যান আরো কেনা হবে। সেনাবাহিনীর নিয়ন্ত্রিত বিএমটিএফ  প্রিজন ভ্যানগুলো তৈরি করেছেন। যারা জঙ্গি, নানা ধরনের সন্ত্রাসী, যারা জ্বালাও-পোড়াও কাজে নিয়োজিত ছিল তাদের বিশেষ করে জেএমবি কিংবা হরকাতুল জেহাদ যারা আমাদের দেশকে বিব্রতকর অবস্থায় নিয়ে আসছিল তাদের আনা- নেয়ার কাজে ভ্যানগুলো ব্যবহার করা হবে, যাতে কোনোভাবেই জঙ্গিরা পালিয়ে যেতে না পারে। কারা অভ্যন্তরে বন্দী জঙ্গিরা সংগঠিত হয়ে তাদের প্লান মাফিক কোনো কাজ করার কোনো সুযোগ নেই।  অত্যাধুনিক এ প্রিজন ভ্যানে বন্দীদের ক্যামেরার মাধ্যমে মনিটর করা হবে। এসব প্রিজন ভ্যান চলাচলের সময় কোথায় অবস্থান করছে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজি প্রিজনসহ পাঁচটি দফতর সব সময় ক্যামেরার মাধ্যমে মনিটরিং করবে। তিনি গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৩টায় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ওয়েববেজড প্রিজন ভ্যান উদ্বোধনকালে এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্মৃতি রানী ঘরামী, যুগ্ম সচিব সামছুল আলম, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দীন, অতিরিক্ত আইজি প্রিজন কর্নেল ইকবাল হাসান, ঢাকা জেলা ডিআইজি প্রিজন (ঢাকা বিভাগ) মো: তৌহিদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান প্রমুখ।  প্রিজন ভ্যান দুইটি নির্মাণ করতে প্রায় কোটি টাকার ওপরে ব্যয় হয়েছে। প্রিজন ভ্যান দু’টিতে সিসি ক্যামেরা লাগানো রয়েছে এবং এখানে ওয়াইফাই সুবিধাও রয়েছে। প্রিজন ভ্যান দুইটির একটি শীতাতপ নিয়ন্ত্রিত। ভ্যান দুইটিতে বিশেষ ধরনের কারারক্ষী দ্বারা পাহারা দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ