Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্বপন কুমার সাহা সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্বপন কুমার সাহা সোনালী ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি প্রিন্সিপাল অফিস, বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা-এর ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পদোন্নতির পর তিনি জেনারেল ম্যানেজারস অফিস, ময়মনসিংহয়ে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে বিকম (অনার্স) ও এমকম ডিগ্রি অর্জন করেন। ১৯৮৪ সালে দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংকে ফিন্যান্সিয়াল এনালিস্ট হিসেবে যোগদান করে তার কর্মজীবন শুরু করেন। সুদীর্ঘ চাকরি জীবনে তিনি বিভিন্ন শাখা প্রধান, প্রিন্সিপাল অফিস প্রধান ও প্রধান কার্যালয়ের ট্রেজারি ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান হিসেবে সফলতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। কর্মক্ষেত্রে দৈনন্দিন দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন। স্বপন কুমার সাহা ১৯৬০ সালে নরসিংদী জেলার শিবপুর উপজেলার নোয়াদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। Ñপ্রেস বিজ্ঞপ্তি
ইভিন্স টেক্সটাইলের বোর্ড সভা ২৫ জানুয়ারি
ইনকিলাব ডেস্ক : পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ইভিন্স টেক্সটাইল লিমিটেড। ঘোষণা অনুযায়ী আগামী ২৫ জানুয়ারি, বুধবার অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, ওইদিন বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে কোম্পানির বোর্ড সভা। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে। -ওয়েবসাইট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বপন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ