Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আলু ক্ষেতে ছত্রাক রোগের প্রকোপে হতাশায় চন্দনাইশের কৃষক

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

এম এ মোহসিন, চন্দনাইশ (চট্টগ্রাম) থেকে : চট্টগ্রামের  চন্দনাইশ রবিশস্য ও শীতকালীন সবজির ফলনের জন্য প্রসিদ্ধ এলাকা। বিভিন্ন সবজি ক্ষেতের মধ্যে আলু হচ্ছে বারমাসি অন্যতম সবজি। চাষিরা অন্য সবজির চেয়ে বারমাসি সবজি হিসেবে শীতে সবজি ক্ষেত করে বেশি। চাষিরা প্রচুর আলু স্টক করে দোহাজারীসহ বিভিন্ন হিমাগারে সংরক্ষণ করেন বর্ষা মৌসুমে চড়া দামে বিক্রির জন্য। এ বছরের শুরুতে বিভিন্ন এলাকায় আলু ক্ষেতে  ছত্রাক রোগ দেখা দিয়েছে। ফলে চাষিরা হতাশায় ভুগছে। চন্দনাইশ উপজেলার দোহাজারী, লালুটিয়া, জামিরজুরী, চাগাচর, সাতবাড়িয়া, বৈলতলী ও বরমার ধাপাছড়ি বিস্তীর্ণ এলাকার মধ্যে অধিকাংশ এলাকার আলু ক্ষেত ছত্রাক রোগে আক্রান্ত হয়েছে। কয়েক বছর ধরে আলু চাষিরা আলুর ভালো দাম পাওয়ায় আলুর চাষে ঝুঁকছেন। সারা বছরের খাবার আলু রেখে বাকি আলু বাজারে বিক্রি করে সংসারের অনেক চাহিদা পূরণ করেন আলু চাষিরা। যার ফলে এখানকার চাষিরা আলু ক্ষেতের প্রতি অনেক যতœশীল। চন্দনাইশ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নে মোট ২ হাজার হেক্টর জমিতে আলুর চাষাবাদ করা হয়েছে। আলু ক্ষেতের গাছও বেশ ভালো হয়েছে। কিন্তু শীতের ঘনকুয়াশা পড়তে থাকায় উপজেলার বিভিন্ন এলাকায় আলু ক্ষেতে ছত্রাক রোগ দেখা দিয়েছে। উপজেলার সাতবাড়িয়া এলাকার আবদুল শুক্কুর ও নজির আহমদ জানান, এবার ৬৫ শতক জমিতে আলুর চাষ করেছেন। আলু খেতে কীটনাশক ওষুধ রিডোমিল গোল্ড ছিটিয়েও কোনো ফল পাওয়া যাচ্ছে না। আরো কয়েকটি এলাকার চাষি একই সমস্যার কথা জানান। চন্দনাইশ উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হোসেন মজুমদার সাংবাদিকদের জানান, গত কয়েক দিনের প্রচ- শীত আর ঘনকুয়াশার কারণে আলু ক্ষেতের কিছুটা ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের মাঠকর্মীরা  ছত্রাক রোগের জন্য কীটনাশক ওষুধ ছিটানোর পরামর্শ দিচ্ছে। এদিকে চাষিরা ছত্রাক রোগের ফলে অন্যান্য বছরের মতো এ বছর আলু চাষে আশানুরূপ ফলন হবে কিনা তা নিয়ে সন্দেহান রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ