Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

উত্তর প্রদেশে সমঝোতায় পৌঁছতে পারেনি কংগ্রেস ও সমাজবাদী পার্টি

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে শাসকদল সমাজবাদী পার্টির (সপা) সঙ্গে কংগ্রেসের জোট ঘোষণার হলেও এখনো আসন নিয়ে সমঝোতায় পৌঁছতে পারেনি দল দুটি। ইতোমধ্যে প্রথম তিন দফা নির্বাচনের প্রার্থী তালিকায় ২০৮ জনের নাম ঘোষণা করেছে সমাজবাদী পার্টি। তবে এই তালিকা প্রকাশের পর কিছুটা হতাশ হয়েছে কংগ্রেস। কারণ, কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর লোকসভা আসন রায়বেরেলি এবং রাহুল গান্ধীর লোকসভা আসন আমেথিতেও সপার প্রার্থী দেয়ার পরিকল্পনা সহজভাবে নিতে পারছে না কংগ্রেস। জোট গঠনের পর কংগ্রেস রাজ্যের ৪০৩টি আসনের মধ্যে ১২০টি চেয়েছিল। কিন্তু সমাজবাদী পার্টি জানিয়ে দিয়েছে, জোটসঙ্গীদের জন্য ১১৫টি আসন ছাড়া হবে। ফলে কংগ্রেসের ভাগে আসছে ৮০টি আসন। সপা কিছুতেই কংগ্রেসকে আমেথি ও লখনৌ ক্যান্টনমেন্টÑ এই দুটি আসন ছাড়তে রাজি নয়। মুলায়ম সিংয়ের ছোট পুত্রবধূ অপর্ণা যাদব এই আসনের প্রার্থী। ওয়ান ইনডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ