Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খরার কবলে শ্রীলঙ্কা, পানি সঙ্কটে দশ লাখ মানুষ

| প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়েছে শ্রীলঙ্কা। ১০ লাখেরও বেশি মানুষ তীব্র পানি সংকটে দিন কাটাচ্ছে। শ্রীলঙ্কার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা খবরটি জানিয়েছে। গত রোববার (২২ জানুয়ারি) আলজাজিরায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত বছর কম বৃষ্টিপাতের কারণে শ্রীলঙ্কার বিভিন্ন এলাকার নদীগুলোতে পানি কমে গেছে। অনাবৃষ্টির কারণে গত বছরে দেশের কিছু অংশে নদীর পানির স্তর অনেক নিচুতে নেমে যায়। ফলে পানি সরবরাহ ব্যবস্থাকে পরিশোধিত করার মতো পর্যাপ্ত পানি পাওয়া যায়নি। সে কারণে বিশেষত কুলুতারা শহরের সরবরাহ ব্যবস্থা দুষণমুক্ত করা যায়নি। বিশুদ্ধ পানির ঘাটতি থাকায় কালুগঙ্গা গ্রামে ২ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। আরও দুই থেকে তিন মাস বৃষ্টিপাত হবে না বলে আশঙ্কা করা হচ্ছে। আর তখন আরও বেশি পানির সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছে শ্রীলঙ্কার সরকার। দেশটির পানি সংরক্ষণাগারগুলোতে পানির স্বল্পতা রয়েছে। কিছু সংরক্ষণাগারে মাত্র ধারণক্ষমতার ৫ ভাগের ১ ভাগ পানি আছে। শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগের মহাপরিচালক ললিত চন্দ্রপালা আলজাজিরাকে বলেন, এ খরা কৃষি এবং জলবিদ্যুৎ প্রজন্ম দুই ক্ষেত্রেই প্রভাব ফেলছে। ১৯৭০-এর দশকের পর যতগুলো খরা হয়েছে তারমধ্যে এটি সবচেয়ে ভয়াবহ।  আলজাজিরা। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ