Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০১৯, ০৭ ভাদ্র ১৪২৬, ২০ যিলহজ ১৪৪০ হিজরী।

মুখের কথায় ছবি এডিটিং

| প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ছবি সম্পাদনার জন্য এখন এখন আর সারাদিন বসে দুই হাতকে কষ্ট দিতে হবে না। হাতের কাজ হবে মুখে কিংবা গলার স্বরে। অবাক করার মতোই এই প্রযুক্তিটি এনেছে অ্যাডোব। খবর অনুসারে অ্যাডোব সম্প্রতি প্রটোটাইপ ভার্চ্যুয়াল অ্যাসিসট্যান্ট তৈরি করছে, যা ভয়েস কমান্ডের মাধ্যমে ছবি এডিট করতে পারে। তাই মুখে মুখে ফটোশপকে নির্দেশনা দিলে, আপনার কাজ হয়ে যাবে। গত বছরের নভেম্বরে অ্যাডোব ম্যাক্স ২০১৬ সম্মেলনে ঘোষণার মাধ্যমে অ্যাপ্লিকেশন তৈরির কথা জানিয়েছিল অ্যাডোব কর্তৃপক্ষ। সম্প্রতি অ্যাডোব তাদের নতুন উদ্যোগের কথা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছে। ওই ভিডিওতে অ্যাডোবের তৈরি অ্যাপ্লিকেশনে কণ্ঠস্বরচালিত ভার্চ্যুয়াল সহকারী কীভাবে কাজ করবে তা দেখানো হয়েছে। ছবি ও ভিডিও এডিটের পাশাপাশি কথা বলে ওই ছবি সোশ্যাল সাইটে শেয়ার করার বিষয়টিও ভিডিওতে দেখানো হয়েছে। অ্যাডোব কর্তৃপক্ষ জানিয়েছে, কণ্ঠস্বরভিত্তিক ইন্টারফেস ব্যবহার করে ছবি এডিট প্রথম পদক্ষেপ এটি। অ্যাডোব মোবাইল অ্যাপ ব্যবহার করে সহজে ছবি খোঁজা ও সম্পাদনার জন্য এটি তৈরি করা হয়েছে। কবে নাগাদ এটি আত্মপ্রকাশ করবে তা এখনো জানায়নি সংস্থাটি।      
স শিবলু 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ