Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মাইক্রোসফটের ডিজিটাল নোট বই

প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চলতি পথে গুরুত্বপূর্ণ তথ্য টুকে রাখতে কাগজ-কলমের বিকল্প হতে পারে মাইক্রোসফটের নতুন একটি অ্যাপ। যাঁরা উচ্চ প্রযুক্তির যন্ত্র ব্যবহার করেন কিন্তু নোট নেওয়ার ক্ষেত্রে কলম-কাগজকে বেশি প্রাধান্য দেন, তাঁদের জন্য প্লাম্বগো নামের একটি অ্যাপ তৈরি করেছে প্রতিষ্ঠানটি। উইন্ডোজ ৮.১ ও উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমচালিত ট্যাবে এটি চালানো যাবে। মাইক্রোসফট বলছে, এই অ্যাপটি এমন ডিজিটাল নোট বুক, যা হাতের লেখা আরও মসৃণ করে এবং লেখা সহজে পড়া যায়। এতে ইংক প্রযুক্তি, অপটিমাইজ টুল পিকার, কাগজ নির্বাচনের মতো নানা ফিচার আছে। মাইক্রোসফট রিসার্চ প্রকৌশল ব্যবস্থাপক গেভিন জাঙ্ক বলেন, সারফেস ট্যাব ও এর সঙ্গে থাকা পেনটির সুবিধা আরও কীভাবে বাড়ানো যায় এবং নোট বইয়ের বিকল্প হিসেবে কীভাবে দাঁড় করানো যায়, সে চেষ্টা থেকেই নতুন অ্যাপটি তৈরি করা হয়েছে। অ্যাপটিতে ২৫ পাতার একটি ভারচুয়াল নোটবই তৈরি করা যায়। পাতা ওল্টাতে স্ক্রিন সোয়াপ করলেই হয়। এটি সত্যিকারের নোট বইয়ের মতো অভিজ্ঞতা দিতে পারে। এতে কলম, পেনসিল ও হাইলাইটার কলম ব্যবহারের সুবিধা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাইক্রোসফটের ডিজিটাল নোট বই

২৩ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ