ঘন ঘন লোডশেডিংয়ে সৈয়দপুরের জনজীবন দুর্বিষহ
অসহনীয় খরতাপে পুড়ছে উত্তরের জেলা নীলফামারীর সৈয়দপুর। ভ্যাপসা গরমে মানুষ নাকাল। তপ্ত ও গুমোট আবহাওয়ায় দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। শহর কিংবা গ্রাম-সবখানেই কাজের জন্য ঘরের
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটে উৎপাদন শুরু হয়েছে।
আজ বুধবার দুপুর থেকে দুটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।
এর আগে মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে যান্ত্রিক ত্রুটির কারণে চারটি ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে যায়।
আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক (কারিগরি) প্রকৌশলী ইয়াকুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
উৎপাদন শুরু হওয়া ইউনিটগুলো হলো- ৬৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জিটি-২ ও ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিট।
এছাড়া ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল ইউনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিটে এখনো উৎপাদন শুরু হয়নি।
চারটি ইউনিটে উৎপাদন বন্ধ থাকায় মঙ্গলবার সন্ধ্যা থেকে জাতীয় গ্রিডে ৪৮৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পায় বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।