Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সভায় গভীর সমুদ্র বন্দর নির্মাণের দাবি

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম বলেছেন, দীর্ঘদিন যাবত চট্টগ্রাম বন্দরের একমুখী কার্যক্রমে চট্টগ্রামের ব্যবসায়ী মহলে যে অসন্তোষ সৃষ্টি হয়েছে তা নিরসন ও চট্টগ্রাম বন্দরের সুনাম অক্ষুণœ রাখতে চট্টগ্রাম বন্দরে প্রয়োজনীয় ইকুইপমেন্ট দ্রুত সংগ্রহ করে অপ্রতুল গ্যান্ট্রি ক্রেনের সমস্যা সমাধানে কলকাতা বন্দরের ন্যায় মোবাইল হারবার ক্রেন ব্যবহার করা যেতে পারে এবং ১নং থেকে ৫নং জেটি দ্রুত সংস্কার করে সেখানে জাহাজ ভিড়ার প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ গ্রহণ করে বন্দরে জটিলতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করার দাবি জানিয়েছেন। গতকাল (বুধবার) বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির জরুরী সভায় সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান। সভায় মহাসচিব এইচ এম মুজিবুল হক শুক্কুর বলেন, বন্দর নিয়ে অনেক ষড়যন্ত্র চট্টগ্রামবাসী প্রত্যক্ষ করেছে। এমনকি চট্টগ্রাম বন্দরের কার্যক্রমকে স্থবির করে অন্যত্র চট্টগ্রাম বন্দরকে সরানোর ষড়যন্ত্রও দৃশ্যমান। কোন অবস্থাতেই চট্টগ্রাম বন্দরকে নিয়ে আর কোন নতুন ষড়যন্ত্র চট্টগ্রামবাসী বরদাস্ত করবে না। তিনি বন্দরের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে চট্টগ্রামের অধিবাসীদের অগ্রাধিকার দেয়ার দাবি জানান। সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান হাকিম মোহাম্মদ উল্লাহ, অধ্যক্ষ নুরুল ইসলাম সিদ্দিকী, মীর ফজল আকবর শাহজাহান, কাজী গোলাপ রহমান, অধ্যাপিকা আলেয়া চৌধুরী, আবদুস সবুর খান, সিদ্দিকুল ইসলাম, আবু শাহাদাত মোহাম্মদ সায়েম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ