Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বৃক্ষের পোস্টমর্টেম

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অনিন্দ্য নূর

আজ একটি প্রবীণ বৃক্ষের পোস্টমর্টেম হবে-
অন্ধ প্রবীণ, কোন মায়া আর অবশিষ্ট নেই
কণ্ঠনালীতে পুরে আছে একটি প্রজন্মের মৌনতার নীলবিষ।
জগতের সমস্ত মেরুদ-হীন নীলা যখন বিবেকের
আরশীতে সোজা দাঁড়াতে পারে না- তখন বৃক্ষ স্থির দাঁড়িয়ে থাকে
বিবিধ সভ্যতায়। শিকড় থেকে শিখরে সত্যের অন্যন্য প্রতিভাস্বর।
ফাল্গুনের বাউলা বাতাস, নিশিহরা কোকিলের গান সবই স্মৃতিভ্রম।
প্রবীণ মৃত- শোকাবহে বৃক্ষরাজি নিস্তেজ আর অসাড়।
 
পৃথিবীর জানালায় প্রবীণ কয়েকটি পাতা মেলে ধরে-
কয়েকটি কেড়ে নিয়েছে দানব বাতাসে; প্রতিটি পাতায় পাতায়
লেখা আছে- প্রেম, গণতন্ত্র,ধষির্তার কান্না আর দাম্ভিকতার উপাখ্যান।
‘ক্লান্ত চোখ একদিন বিষম শিহরিত আর বিস্ফোরিত হবে-
যেদিন শীতের শেষে আধমরা প্রবীণ বৃক্ষের গায়ে
অসংখ্য আগুনমুখর শিশু উঁকি-ঝুঁকি দিবে এই পৃথিবীতে!’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন