Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কার্যক্রম আরো গতিশীল করতে বিআরডিবি’কে আধুনিকায়ন করতে হবে এলজিআরডি মন্ত্রী

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-কে আধুনিকায়ন ও গতিশীল করার মাধ্যমে এ প্রতিষ্ঠানটি পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন কার্যক্রমে প্রধান ভূমিকা রাখবে। গতকাল রাজধানীর কাওরান বাজারে বিআরডিবি’র সম্মেলন কক্ষে ৪৭তম বোর্ড সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। সভায় মো. ইসরাফিল আলম এমপি, পল্লী উন্নয়ন ও সমবায় সচিব ড. প্রশান্ত কুমার রায় ও বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশের ক্ষুদ্র ঋণের কার্যক্রমকে জনগণের ভাগ্যোন্নয়নের জন্য আরও শক্তিশালী করার উপর জোরারোপ করেন। তিনি বলেন, বিআরডিবি, সমবায় অধিদপ্তরসহ পল্লী উন্নয়নে নিবেদিত অন্যান্য সংস্থাসমূহের সমন্বিত কার্যক্রম শেখ হাসিনার রূপকল্প ২০২১ বাস্তবায়নে ভূমিকা রাখবে। সভায় জানানো হয়, কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার গুরুদায়িত্ব নিয়ে সদ্য স্বাধীন বাংলাদেশে সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচি (আইআরডিপি) নামে আজকের বিআরডিবি’র যাত্রা শুরু হয়। সে সময় সমবায়ের মাধ্যমে উৎপাদন প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক অবস্থার পরিবর্তনই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য ছিল। পরবর্তীতে এক আইন বলে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গঠিত হওয়ার পর কৃষি উন্নয়নের পাশাপাশি সমাজের অধিকতর উন্নয়নের ব্রত নিয়ে দারিদ্র্য বিমোচন, আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃজন, গ্রামীণ নেতৃত্বের বিকাশ সাধন ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে বিআরডিবি তার কার্যক্রম সম্প্রসারণ করতে থাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ