Inqilab Logo

বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২, ২৩ আষাঢ় ১৪২৯, ০৭ যিলহজ ১৪৪৩ হিজরী

স্টার জলসাসহ সব ভারতীয় চ্যানেল নিষিদ্ধ করতে হবে -ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আলহাজ মাওলানা ইমতিয়াজ আলম বলেছেন, স্টার জলসাসহ ঈমান ও আমল বিধ্বংসী ভারতীয় সব চ্যানেল বন্ধ করতে হবে। ভারতীয় চ্যানেলগুলো মা-বোনদের চরিত্র ধ্বংস করে দিচ্ছে। তরুণ ও যুব সমাজর চরিত্র ধ্বংস করে দিয়ে নীতি ও নৈতিকতাহীন করে দিচ্ছে। ফলে চারিত্রিক অবক্ষয়ের যাঁতাকলে আটকে যাচ্ছে আমাদের সম্ভাবনাময়ী যুব সমাজ। তিনি বলেন, হিন্দি সিরিয়াল দেখে তরুণ-তরুণীরা তাদের জীবন যাপন পদ্ধতিতে সেভাবে অনুসরণের চেষ্টা করছে। ফলে পারিবারিক ভারসাম্যতা ভেঙ্গে চৌচির হয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, এধরনের সিরিয়ালগুলো দেখে আমাদের দেশের নারীরা ধ্বংস হয়ে পরকীয়ায় জড়িয়ে পরছে। এতে সামাজিক বন্ধন দিন দিন ছিন্ন হয়ে পরছে। তাই ভারতীয় টিভি চ্যানেলগুলো বাংলাদেশে নিষিদ্ধ করতেই হবে। গতকাল বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের এক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি আলহাজ আব্দুর রহমান, আলহাজ আলতাফ হোসেন, জয়েন্ট সেক্রেটারী আলহাজ আব্দুল আঊয়াল, নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা বাছির উদ্দিন মাহমুদ, মুহাম্মদ হুমায়ূন কবির, মাওলানা ফখরুল ইসলাম, ডা. শহিদুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, মুহাম্মদ নুরুজ্জামান সরকার, আলহাজ আনোয়ার হোসেন, আলহাজ ইসমাঈল হোসেন প্রমুখ। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ